নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নবনির্মিত ব্রীজ উদ্বোধন করলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
মোঃ ইমরানঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নবনির্মিত ব্রীজ উদ্বোধন করলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মঙ্গলবার(২৮মে)বিকেল ৪ টার দিকে বানিয়াদী এলাকায় এই ব্রীজ উদ্বোধন করেন উদ্বোধনকালে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। সারাদেশের মত রূপগঞ্জেও উন্নয়ন মূলক কাজ হয়েছে। তিনি আরো বলেন ব্রীজটিতে নির্মাণে ব্যয় হয়েছে ৩০ লক্ষ টাকা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ,মুড়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আজমত আলী ও আওয়ামীলীগ সদস্য আব্দুল মান্নান, সাইদুর রহমান জলিল প্রধান,হামিদুল হক খোকন, শহিদুল মিয়া ও রফিকুল ইসলাম প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন