সোনারগাঁয়ে ইয়াবা ও বিয়ারসহ ২জন আটক।
আজকের সংবাদ ডট কমঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী পৃথক অভিযানে লিটন মিয়া ও মনির খান নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
গতকাল শুক্রবার মোগরাপাড়া চৌরাস্তা ও মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাদের কে আটক করা হয়।
সোনারগাঁ থানার এসআই শামীম জানান,উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিছ ইয়াবাসহ মনির খান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি গ্রামের মৃত কেরামত খাঁনের ছেলে মাদক ব্যাবসায়ী মনির খান।
এছাড়াও উপজেলা মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় এএসআই নাজমুল হুদা অভিযান চালিয়ে ১২ ক্যান বিয়ারসহ লিটন মিয়া নামের একজন কে গ্রেফতার করে।
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামের জজ মিয়ার ছেলে লিটন মিয়া।এসময় সহযোগী আল আমিন
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়,আল আমিন সোনারগাঁ উপজেলার মৃধাকান্দি চেঙ্গাকান্দি গ্রামের বাসিন্দা।
আটক কালে তাহাদের দেহ তল্লাশি করে ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন