ভেজাল বিরোধী অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা।
আজকের সংবাদ ডট কমঃ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে সোনারগাঁ উপজেলা ভ্রাম্যমান আদালত।
বুধবার(১৫ মে)দুপুুরে উপজেলার দৈলেরবাগ ও চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অপরাধে রসের হাড়ি নামক একটি মিষ্টি তৈরীর কারখানার মালিক বিল্লাল হোসেনকে ২০ হাজার টাকা,সাদিয়া ব্রেড এন্ড বিস্কুট বেকারীর মালিক জাকির হোসেন কে ৫০ হাজার টাকা ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মিঃ টুইস্ট কনফেকশনারীকে মেয়াদ উর্ত্তীন বিস্কুট রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরোও বলেন ঈঁদ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।