সর্বস্তরের দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন --অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম
আজকের সংবাদ ডট কমঃ ঈদের হাঁসি ঈদের খুশি ছড়িয়ে পরুক বাংলার প্রতিটি ঘরে ঘরে। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষকে ভালোবেসে গড়ে তুলুক ভালোবাসায় পূর্ণ সুন্দর এক পৃথিবী।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশবাসী তথা সোনারগাঁ বাসীর মঙ্গল কামনা করে উক্ত প্রত্যয় ব্যাক্ত করেন বাংলাদেশ পুলিশের নারায়ণগঞ্জ-খ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম।
সোনারগাঁ ও বন্দর থানায় দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন,দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর অনাবিল আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ-উল-ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সোনারগাঁও ও বন্দর সহ দেশ বিদেশের সকল মুসলিম নাগরিকের জীবন। মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ধনী গরীবের ব্যবধান দূরীভূত হয়।
ঈদ-উল-ফিতর আমাদের সকলকে এক কাতারে আসতে এবং অপরের প্রতি সহমর্মিতা দেখাতে শিক্ষা দেয়। ঈদ-উল-ফিতরের এই শিক্ষা ধারণ করে প্রত্যেকেই সকল ধর্মের লোকদের প্রতি সহমর্মিতা ও সৌহার্দপূর্ণ স্বঅবস্থথান বজায় রেখে সুখি ও সুন্দর জীবন গড়ে উঠুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন