স্বপ্নের কাঁচপুর সেবা সংস্থার উদ্যোগে সোনারগাঁয়ের সুবিধা বঞ্চিত ছিন্নমূল পথ শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ
আজকের সংবাদ ডট কমঃ ঈদের খুশিতে তোমাদের হাসিতে রঙ্গীন পোষাকে রঙ্গীন হোক প্রতিটি মুখ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বপ্নের কাঁচপুর ফেইসবুক গ্রুপের আওতাধীন স্বপ্নের কাঁচপুর সেবা সংস্থার পক্ষ থেকে সোনারগাঁয়ের সুবিধা বঞ্চিত ছিন্নমুল পথ শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
গতকাল শনিবার (০১জুন)নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
এ সময় কাঁচপুর সেবা সংস্থার পক্ষ থেকে আবু হুরাইয়া তানজিম বলেন, আমাদের সমাজে অনেক গরীব ও অসহায় মানুষ রয়েছে যারা ঠিক মত ৩ বেলা খেতে পারেনা। আমরা সে সকল অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে চাই। ঈদে যেন তারা পরিবার পরিজন নিয়ে হাসি খুশিতে ঈদ পালন করতে পারে সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্রতিবারের ন্যায় এবারও স্বপ্নের কাঁচপুর সেবা সংস্থার পরিবারের পক্ষ থেকে সেই সকল সুবিধা বঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটাতে ৫০জন এতিম-মিস্কিনের মাঝে ঈদবস্ত্র এবং ১০০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরন করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন,মাসুম সাউদ,মমিন হোসেন,নাসির সাউদ,রাজন হোসেন,হাসানাত, সাত্তার, সুমন,মাহফুজ,সোহাগ,আপন,জিহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন