সোনারগাঁয়ে জেলা প্রশাসক রাব্বি মিয়াকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন।
আজকের সংবাদ ডেক্সঃ যুগ্ম সচিব হিসাবে পদোন্নতিপ্রাপ্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়াকে বিদায় সংবর্ধনা দিয়েছে নারায়ণগন্জ -৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও সোনারগাঁও উপজেলা প্রশাসন।
বুধবার(১৯ জুন)বিকেলে সোনারগাঁ রয়েল রিসোর্ট এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক রাব্বী মিয়ার (যুগ্ম সচিব) সহধর্মিণী।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নাজমুল হোসাইনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ্,স্থানীয় সরকারের নারায়ণগঞ্জ জেলা উপ- পরিচালক(উপ - সচিব)মোঃআলতাফ হোসেন, সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী ডালিয়া লিয়াকত, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী সুমি রানী দে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকৌশলী মোঃ আলী হায়দার খান, উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রধান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোসাঃ শাহানারা আক্তার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ। জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ,শিক্ষক,উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন