সোনারগাঁয়ে বিয়ার,গাঁজা,ফেনসিডিল ও ইয়াবাসহ ৭ মাদক কারবারী আটক
আজকের সংবাদ ডেক্সঃ সোনারগাঁ থানা পুলিশের পৃথক অভিযানে ৭ মাদক কারবারী আটক।
গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের বিয়ার,গাঁজা,ফেনসিডিল ও ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতরা মাদক কারবারীরা হলো মোগরাপাড়া ইউনিয়নের মাদবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রবিউল হাসান(২২), বারকপুর গ্রামের শানু মিয়ার ছেলে সুমন মিয়া(৩৫),হাড়িয়া গুশুলদী গ্রামের মৃত আলী মিয়ার ছেলে অহিদুল্লাহ(৪৫)হাড়িয়া বৈদ্যপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে দিপু(২৭)চরকামালদী সিরাজুল ইসলামের ছেলে মোঃ নাঈম(২৫),বন্দর থানার কেওঢালা ভুইয়াবাড়ী নুর মোহাম্মদের ছেলে রনি(৩৫), ও মোগরাপাড়া কালীগঞ্জ গ্রামের মুক্তার মিয়ার ছেলে আনিস (২৫) ।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত)হেলাল উদ্দিন জানান, সোনারগাঁ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভিটিপাড়া আল্লাহর দান ষ্টোরের সামনে থেকে ৩ ক্যান বিদেশী বিয়ারসহ রবিউল হাসানকে,ঢাকা-চট্টগ্রাম আবাদী ফিলিং ষ্টেশনের সামনে থেকে ২০পিছ ইয়াবাসহ সুমনকে,হামছাদী জালু মিয়ার ভাড়াটিয়ার বাড়ী থেকে ২শত গ্রাম গাঁজাসহ অহিদুল্লাকে, জামপুর তালতলা এলাকা থেকে ৩শত গ্রাম গাজাসহ দিপু ও নাঈমকে,সোনাখালী বাসষ্ট্যান্ড এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ রনি ও আনিসকে আটক করা হয়েছে।
আটককৃত প্রত্যোকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্ররণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন