সোনারগাঁয়ে খোকা মিয়া নামে এক মাদক ব্যবসায়ী আটক।
আজকের সংবাদ ডেক্সঃ সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে খোকা মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে সোনারগাঁ থানার পুলিশের এ এসআই মিজান ।
গতকাল রাতে দড়িকান্দি বাস স্ট্যান্ড থেকে ইয়াবাসহ খোকা মিয়াকে আটক করা হয়েছে।
আটককৃত খোকা মিয়া বন্দর উপজেলার জাঙ্গাল গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
সোনারগাঁ থানার পুলিশের এ এসআই মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দড়়িকান্দি এলাকা থেকে খোকা মিয়াকে আটক করা হয়।
এসময় তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়,
এ ব্যাপারে সোনারগাঁ থানার (ওসি) তদন্ত হেলাল উদ্দিন জানান খোকা মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল আদালতে প্রেরণ হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন