আজকের সংবাদ ডেক্সঃ ৫ম ধাপে অনুষ্ঠিত বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সানাউল্লাহ সানু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালিমা হোসেন শান্তা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে তেমন আমেজ না থাকলেও ২ ভাইস চেয়ারম্যান পদে (১৮জুন) মঙ্গলবার কোন রকম উৎসাহ উদ্দীপনা ছাড়া নির্বাচন সম্পন্ন হয়। উপজেলার ১ লক্ষ ১৪হাজার ৫৯৩ জন ভোটারের এলাকায় ৫৪ কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে সবগুলোর প্রাপ্ত ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে ১১হাজার ৬ শত ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু। উড়োজাহাজ প্রতীকে ১১ হাজার ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। বই প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.আক্তার হোসেন পেয়েছেন ২ হাজার ৪৬৮ ভোট। এছাড়া তালা প্রতীকে মো.নুরুজ্জামান ২৪১২ ভোট, টিউবওয়েল প্রতীকে শাহীদুল ইসলাম জুয়েল ৪৮৭ ভোট এবং চশমা প্রতীকে হাফেজ পারভেজ ২৬৮ ভোট পেয়েছেন। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতিকে ১১ হাজার ৩৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বন্দর থানা মহিলালীগের সভানেত্রী ছালিমা আক্তার শান্তা। । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদা আক্তার কলস প্রতীকে পেয়েছন ৪১৪২ ভোট। ১৮১০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মহানগর যুব মহিলা লীগের আহবায়ক নুরুন্নাহার সন্ধ্যা। মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোটগণনা শেষে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাসুম বিল্লাহ। উপজেলার ১ লক্ষ ১৪হাজার ৫৯৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৭ হাজার ৩৩৬টি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন