সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আজকের সংবাদ ডট কমঃ মাদক বিরোধী অভিযান চালিয়ে সোনারগাঁ থানা পুলিশ ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল হোসেন (২৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
সোনারগাঁ থানা পুলিশের এসআই মাসুদ রানা জানান, মঙ্গলবার(১১জুন) সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি পৌরসভার ষোলপারা এলাকার রাস্তায় সংলগ্ন তাঁত মেইলের সামনে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করছে ।
এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার ষোলপারা এলাকায় মাদক উদ্ধারে অভিযানে চালালে উত্তর ষোলপারা তাঁত মেইলের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্স নিয়ে তার পিছনে দাওয়া করে আটককালে দেহ তল্লাশি চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদক ব্যবসায়ী কামাল হোসেন উপজেলার উত্তর ষোলপারা এলাকার হামিদ আলীর ছেলে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, আটককৃত মাদক ব্যবসায়ী কামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন