অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৩ শ্রমিককের কারাদন্ড,ড্রেজার মালিককের জরিমানা।
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৩ শ্রমিককের কারাদন্ড ও বালু উত্তালনের সাথে জড়িত ২ ড্রেজার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার(২৫ জুন)বিকেলে তাদের আটকের পর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃনাজমুল হোসাইন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃনাজমুল হোসাইন জানান,মেঘনা নদীতে দীর্ঘদিন যাবত সরকারী ইজারা ছাড়া একটি সংঘবদ্ধ দল নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন।
এ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানার সাচার কান্দা গ্রামের মাহাবুব গাজীর ছেলে রাকিব(১৮),পিরোজপুর জেলার স্বরূপকাঠির থানার উত্তর করফ গ্রামের আবু হানিফের ছেলে রবিউল(১৮), ও উপজেলার খামারগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে সামসুল আলম(৩০)নামে ৩ ড্রেজার শ্রমিককে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
তাছাড়া বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবীর হোসেনের ছোট ভাই নজরুল ও একই ইউনিয়নের প্যানেল চেয়ারমান ঈসমাইল মেম্বারের ছেলে রকিসহ ২ ড্রেজার মালিককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন