সোনারগাঁসহ সমগ্র দেশবাসীর প্রতি ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন --আব্দুস সাত্তার প্রধান।
আজকের সংবাদ ডট কমঃ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান সোনারগাঁসহ সমগ্র দেশবাসীর প্রতি ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,আমরা বিগত এক মাস সংযম অবলম্বন করেছি এবং পরিপূর্ণ জীবন যাপনে লিপ্ত ছিলাম। দেশের চমৎকার পরিবেশে আসন্ন ঈদ-উল-ফিতর খুশির বার্তা নিয়ে এসেছে।
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার বলেন,বিগত একটি বছর অত্যন্ত সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে কেটেছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতি অবশ্যই দৃশ্যমান। অর্থনৈতিক কর্মকান্ড এমনভাবে বেড়েছে, যার ফলে দেশে শান্তি ও উন্নয়নের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ঈদ উদযাপনে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের সকলের জীবন মঙ্গলময় হোক। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যে শান্তি ও শৃংখলা বজায় রেখে সকলে ঈদ উদযাপন করুক। ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের সবাই সুস্থ ও শান্তিপূর্ণ জীবন যাপন করুক- সবাইকে ‘ঈদ মোবারক’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন