সোনারগাঁসহ সমগ্র দেশবাসীর প্রতি ঈদ-উল-ফিতর শুভেচ্ছা --এ এইচ এম মাসুদ দুলাল
আজকের সংবাদ ডট কমঃ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপ কমিটির সহ - সম্পাদক এ এইচ এম মাসুদ দুলাল সোনারগাঁও সহ সমগ্র দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,আমরা বিগত এক মাস সংযম অবলম্বন করেছি এবং পরিপূর্ণ জীবন যাপনে লিপ্ত ছিলাম। দেশের চমৎকার পরিবেশে আসন্ন ঈদ-উল-ফিতর খুশির বার্তা নিয়ে এসেছে।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের তরুণ এই নেতা বলেন,বিগত একটি বছর অত্যন্ত সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে কেটেছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতি অবশ্যই দৃশ্যমান। অর্থনৈতিক কর্মকান্ড এমনভাবে বেড়েছে, যার ফলে দেশে শান্তি ও উন্নয়নের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ঈদ উদযাপনে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের সকলের জীবন মঙ্গলময় হোক। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যে শান্তি ও শৃংখলা বজায় রেখে সকলে ঈদ উদযাপন করুক। ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের সবাই সুস্থ ও শান্তিপূর্ণ জীবন যাপন করুক- সবাইকে ‘ঈদ মোবারক’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন