সোনারগাঁয়ে জাম পাড়তে গিয়ে এক ব্যক্তি নিহত।
আজকের সংবাদ ডট কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তি নিহত।
বুধবার(১২জুন) দুপুরে সোনারগাঁ উপজেলার পৌরসভা গোয়ালদী এলাকায় জাম পাড়তে গিয়ে সিরাজ মোল্লা (৫০)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত সিরাজ মিয়া পৌরসভার গোয়ালদী গ্রামের মৃত এমদাদ হোসেন মোল্লার ছেলে।
এলাকা সূত্রে জানা যায়,নিহত সিরাজ মোল্লা তার বাড়ীর পাশে ক্রয়কৃত জাম গাছ হতে জাম পাড়ার জন্য উঠলে কোন এক সময় জাম গাছ থেকে পড়ে তার জ্ঞান হারায়, দীর্ঘক্ষন অতিবাহিত হওয়ার পর বাড়িতে না ফেরায় তাকে খুজতে তার স্ত্রী পাশের বাড়ীর বাগানে গেলে দেখতে পান সে গাছের নিচে পড়ে আছে।
এই সময় তার স্ত্রীর আত্মচিৎকারে এলাকার লোকজন ও আত্মীয়-স্বজন এগিয়ে এসে সিরাজকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন