স্বদেশ পরিবহনে তরুণীকে ধর্ষণ চেষ্টার সহযোগী ধর্ষক গ্রেফতার
আজকের সংবাদ ডট কমঃ সোনারগাঁয়ে স্বদেশ পরিবহন বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা মামলায় সহযোগী ধর্ষক গ্রেফতার।
সোনারগাঁ থানা পুলিশের এসআই তাহিদ উল্লাহ শুক্রবার(১৪জুন)বিকেলে সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে স্বদেশ পরিবহনের হেলপার নিরবকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নিরব সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার আব্দুল আলীর ছেলে।
সোনারগাঁ থানার এসআই তাহিদ উল্লাহ জানান,গত সোমবার(১০জুন) ঈদের ছুটি শেষে ভুক্তভোগী তরুনী কিশোরগঞ্জ থেকে ঢাকার গুলিস্তান আসেন, সেখান থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশ্যে স্বদেশ পরিবহনের ওই বাসে উঠে,মোগরাপাড়া চৌরাস্তায় এসে নেমে যায় ওই তরুণী, নামার পরই চালক শামীম হেলপার নিরবকে দিয়ে তরুনীকে ঢেকে মেঘনা ঘাট নামিয়ে দেয়ার কথা বলে আষাঢ়িয়ারচরে এলাকায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালালে মেয়েটির ডাক চিৎকারে স্থানীয়রা বাস থামিয়ে তাকে উদ্ধার করে।
এসময় উত্তেজিত জনতা ড্রাইভার শামীমকে গণপিটুনি দিয়ে বাসটিসহ পুলিশে দেয় এবং ঠিক সেই সময়ে কৌশলে হেলপার নিরব পালিয়ে যায়।
এব্যপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন