ফতুল্লায় কিশোর হেলপারকে গাড়ি না ধোওয়ায় পিটিয়ে হত্যা
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জ ফতুল্লায় ১৩ বছরের এক কিশোর হেলপারকে গাড়ি না ধোওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগে কাভার্ড ভ্যান চালককে আটক করেছে থানা পুলিশ।
হেলপার অন্তর চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার দায়ে শনিবার (১৩জুলাই)ফতুল্লা থানার জালকুড়ি এলাকা থেকে চালক ওমরকে গ্রেফতার করে থানা পুলিশ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,গত বুধবার সকালে জালকুড়ি এলাকায় ড্রাইভার ওমর গাড়ি না ধোয়ার কারনে লাঠি দিয়ে বেধরক মারধর করে হেলপার অন্তর চন্দ্র দাসকে।
এঘটনায় গত বুধবার থেকে অন্তর অসুস্থ হয়ে পরে,৩ দিন অসুস্থ থাকার পর শনিবার(১৩জুলাই)সকালে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন চিকিৎসা প্রদানের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অন্তরকে মৃত বলে ঘোষনা করে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি মোঃআসলাম হোসেন বলেন,হেলপার অন্তর চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার অভিযোগে চালক ওমর কে গ্রেফতার করা হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইগত ব্যাবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন