ইঞ্জিঃ মাসুমের আয়োজনে মেঘনা শিল্পনগরী স্কুলে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-১ গোলে গভর্নিং বডির জয়লাভ
আজকের সংবাদ ডেস্কঃ নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের দল বনাম গভর্নিং বডির দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১০ই জুলাই বুধবার বিকেল ৫টায় উপজেলার মেঘনা এলাকায় অবস্থিত মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টানটান উত্তেজনাপূর্ণ খেলায় প্রথমার্ধ গোলশূন্য হলেও দ্বিতীয়ার্ধের ৫মিনিটের সময় গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের কর্ণার সট থেকে বিল্লাল হোসেন একটি দুর্দান্ত গোল করেন।পরবর্তীতে আরোও ৯মিনিট পর ইঞ্জিনিয়ার মাসুমের দ্বিতীয় সটে শাওন হোসেন গভর্নিং বডির পক্ষে ২য় গোল করে দলকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে নিয়ে যান।খেলার শেষ পর্যায় গভর্নিং বডির পক্ষে শিশির একটি দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে নিয়ে যান।
পরবর্তীতে খেলা শেষ হওয়ার ৫ মিনিট পূর্বে দ্বাদশ শ্রেনীর পক্ষে সোহেল ১টি গোল করে।ফলে ৩-১ গোলের ব্যবধানে গভর্নিং বডির দল জয়লাভ করেন।
খেলা পরিচালনা করেন অত্র স্কুলের ক্রীড়া শিক্ষক মিজানুর রহমান।
খেলায় শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে নির্বাচিত হোন পিরোজপুর ইউনিয়নের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরস্কার প্রাপ্ত সফল চেয়ারম্যান ইন্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন