সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নয় কোটি টাকার কারেন্ট জাল বিনষ্ট
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় নয় কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯জুলাই) সকালে উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার ও নারায়ণগঞ্জ কোস্টগার্ডের সহযোগিতায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের নির্দেশনায় ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে আনন্দবাজার হাটে উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার ও নারায়ণগঞ্জ কোস্টগার্ডের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় আনন্দ বাজার এলাকা হতে দোকানি না থাকায় দোকানের তালা ভেঙ্গে প্রায় নয় কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেন এবং তাৎক্ষণিক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উদ্ধারকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় নয় কোটি টাকা, এবং অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন