কোন গুজবে কান দিয়ে মানুষকে হত্যা করবেন না লিয়াকত হোসেন খোকা
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভট্রপুর সঃপ্রাঃবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন,ছেলে ধরা আতংকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৭জুলাই) দূপুর ১টায় ভট্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠিত হয়েছে।
ভট্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরষ্কার প্রাপ্ত সফল সভাপতি আবু নাঈম ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাতীয় পার্টীর সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা,বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস,ইন্সট্রাক্টর নাসরিন জাহান পপি,সহকারী উপজেলা শিক্ষা অফিসার কানিজ ফাতেমা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।এসময় আরও উপস্থিত ছিলেন,বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক,নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্যেশে ছেলেধরা আতংকের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর এস আই আবুল কালাম আজাদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভট্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বি আর বিলকিস।
অনুষ্ঠানের শেষ দিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ বিজয়ী দল চরগোয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ দল মনাইরকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল খেলোয়ারদের মাঝে গোল্ডকাপ এবং মেডেল প্রদান করেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন