স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বেদরক পিটিয়ে হত্যার অভিযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বেদরক পিটিয়ে হত্যার অভিযোগ


স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বেদরক পিটিয়ে হত্যার অভিযোগ





আজকের সংবাদ ডেস্কঃ পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে বেদরক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মামুর্দী গ্রামে ০৯ই জুলাই মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে।





এ ঘটনায় বুধবার দুপুরে নিহত গৃহবধুর পরিবার সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।





গৃহবধূর পরিবার ও এলাকাবাসীর সূত্রমতে, উপজেলার সনমান্দী ইউনিয়নের মামুর্দী গ্রামের হাতেম আলীর ছেলে মোতালিব এর সঙ্গে গোপেরবাগ গ্রামের জয়নাল মিয়ার মেয়ে জেসমিন বেগমের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয়। গৃহবধূর স্বামী মোতালিব এর পূর্বে আরেকটি বিয়ে করেছেন তার পূর্বের স্ত্রীও রয়েছেন। 
এ নিয়ে জেসমিনের সঙ্গে তার স্বামীর প্রায়ই ঝগড়া হতো।সর্বশেষ গতকাল মঙ্গলবার তাদের মধ্যে আবারো ঝগড়া হলে মোতালিব তার স্ত্রীকে মারধর করে। পরে খবর পেয়ে গৃহবধুর পরিবারের লোকজন গিয়ে দেখে বিছানায় জেসমিনের মৃত দেহ পড়ে আছে।এমন ঘটনা দেখে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ করেন নিহত জেসমিনের পরিবার।তবে মোতালিব হোসেনের পরিবার দাবী করছেন জেসমিন আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গৃহবধুর স্বজনরা পুলিশকে খবর দিলে মোতালিব ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
পরে সোনারগাঁ থানার এসআই আশিক ইমরান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।





সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক ভাবে জানা যাবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭