পুলিশ,সাংবাদিক,সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে নারায়ণগঞ্জে কোন গডফাদারের ঠাঁই হবে না
-----পুলিশ সুপার হারুন অর রশীদ
আজকের সংবাদ ডেস্কঃ পুলিশ, সাংবাদিক,সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে কোন গডফাদারের ঠাঁই নারায়ণগঞ্জে হবে না।
বুধবার(৩রা জুলাই)সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি টেলিভিশন এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন,সন্ত্রাসী,চাঁদাবাজ,খারাপ লোকের সংখ্যা কম। বঙ্গবন্ধু সড়কের ফুটপাত যখন হকারমুক্ত করার কথা বলেছিলাম তখন আমাদেরকে অনেকে হুমকি দিয়েছিলেন, এই রোড পরিষ্কার করলে দুই লক্ষ লোক রাস্তায় নেমে যাবে। আমরা তো একটা লোকও পাই নাই। মীর জুমলা পরিষ্কার করতে যাবার সময় বলেছে, আমার বিরুদ্ধে আন্দোলনে যাবে,আমি বললাম আমি যেদিন আসি ওইদিন রাতেই আমার বদলি হবে বলে আমি মনে করি। যখনই সরকার মনে করবে তখনই চলে যাবো। কিন্তু যাবার আগে সকলকে নিজ পদে সঠিক কাজটি করার অনুরোধ জানাবো।
তিনি বলেন, আমার স্বপ্ন ছিল কোন একদিন যদি নারায়ণগঞ্জে চাকরি করতে পারতাম ঢাকার চেয়েও নারায়ণগঞ্জকে প্রাধান্য দিতাম। কারণ শিক্ষা,ব্যবসা, চাল-চলনে নারায়ণগঞ্জ ঢাকার থেকেও উন্নত। সেই নারায়ণগঞ্জ পরিবেশ কলুষিত হবে কোন ব্যক্তি বিশেষের কারণে,কিছু মাদকাসক্তদের কারণে, কিছু মাসল ম্যানের কারণে,মার্ডারারের কারণে,সেটা তো হতে দিতে পারি না। আমি যতদিন নারায়ণগঞ্জে থাকবো ততদিন তাদের বিরুদ্ধে সংগ্রাম চলতে থাকবে।
এনটিভি’র জেলা প্রতিনিধি নাফিজ আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃনূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী,জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ভুইয়া শামীম, সাবেক সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ অনেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন