সোনারগাঁয়ে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৯ পালিত।
আজকের সংবাদ ডেস্কঃ "জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন"। জনসংখ্যা উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়েও বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৯ পালিত হয়েছে ।
বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলেয়ে বাংলাদেশে ও আজ দিবসটি পালিত হয়েছে।
বিশ্ব জনসংখ্যা উপলক্ষে বৃহস্পতিবার(১১জুলাই) সোনারগাঁও উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কার্যালয়ে উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
আলোচনা সভা শেষে পরিকল্পনা ও স্বাস্থ্য সেবায় অবদান রাখায় বিভিন্ন জনকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা সুলতানা হকসোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,,সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্,উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোসাঃ শাহানারা আচল, উপজেলা সমাজসেবা অফিসার সাকিবা সুলতানা তিথিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন