বন্দরের চৌড়াপারা সোমবাড়িয়া বাজার খেয়াঘাটে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু
সাজীদ হোসেন কিবরিয়াঃ বন্দর চৌড়াপাড়া সোমবাড়িয়া বাজার খেয়াঘাটে গোসল করতে গিয়ে তামজিদ (১৫)নামের কিশোরের মৃত্যু। জানাযায় বন্দর ২৫ নং ওয়ার্ড চৌড়াপারা সোমবাড়িয়া বাজারের মৃত শুকুর মিয়ার ছোট ছেলে তামজিদ (১৫)দুপুর ১ টার সময় সোহাগপুর টেক্সটাইল মিলস কাজ থেকে দুপুরে খাবার খেতে বাড়িতে আসে পরে প্রতিদিনের মতো ও গোসল করার জন্য সোমবাড়িয়া বাজার খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে যায় এবং নদীতে ডুব দিয়ে আর উঠেনি।
নিখোঁজ হওয়ার পরে সবাই তাকে খোঁজাখুঁজি করে একপর্যায়ে প্রায় ৩০ মিনিট পর তাকে পাওয়া যায়।
তার অবস্থা খারাপ দেখে সাথে সাথে বন্দর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন