সোনারগাঁয়ে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ফরম ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশনা আনুযায়ী সদস্য সংগ্রহ ফরম ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার(১২জুলাই)উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ কর্মসূচীর যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে সোনারগাঁ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই।
উদ্বোধক ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদল ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিব)কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু,সোনারগাঁ উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্যিক বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর, সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,জেলা আওয়ামীলীগের সদস্য ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ মোল্লা,ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, জাঁমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ দেওয়ান,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম,সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন