হেলপার চালাচ্ছিল কাভার্ড ভ্যান, অল্পের জন্য বাঁচলেন অর্ধশত বাস যাত্রী
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পণ্যবোঝাই কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন- ১৫-৬৭১৫)এর ধাক্কায় অল্পের জন্য রক্ষা পেল দোয়েল পরিবহনের একটি বাসের অর্ধশত যাত্রী।
শনিবার(২৭জুলাই)রাত সাড়ে ৯টার দিকে কাঁচপুর ব্রীজের ঢালে যাত্রীবোঝাই বাসটিকে কাভার্ড ভ্যানটি একাধিকবার ধাক্কা দিলে গাড়ীর কাঁচ ভেঙ্গে বেশ কয়েকজন যাত্রী আহত হন।
তখন কাভার্ড ভ্যানের হেলপার গাড়ী চালাচ্ছিলেন।
কাভার্ড ভ্যানের ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের আরও একটি বাসসহ ব্রীজের ঢাল থেকে গভীর খাদে পড়ে যাওয়ার উপক্রম হয়।
এ সময় আতংকে অনেক যাত্রী বাস থেকে লাফিয়ে পড়ে। পড়ে পথচারী ও যাত্রীরা ধাওয়া দিয়ে কাভার্ড ভ্যানটি আটক করে।
হাইওয়ে থানার ওসি শেখ কাইয়ুম আলী সর্দারকে জানালে,তাৎক্ষণিক কাঁচপুর হাইওয়ে থানার এসআই মাহাবুব ঘটনাস্থলে এসে চালক ও হেলপারসহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে যান।
পুলিশের জিজ্ঞাসাবাদে চালক জানায়,কাভার্ড ভ্যানটি হেলপার চালাচ্ছিল,তার কোন লাইসেন্সও নেই।
হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সর্দার জানান,চালক ও হেলপারসহ কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় একাধিক মামলা দেয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন