সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
আজকের সংবাদ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটপাত থেকে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট দখলদার মুক্ত করতে সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাইয়ুম আলীর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
রবিবার বিকেলে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাইয়ুম আলী সর্দারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোগরাপাড়া চৌরাস্তার মসজিদ এলাকা থেকে আইয়ুব প্লাজার সামনের রাস্তা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এসময় মহাসড়কের দু’পাশের ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা সহস্রাধিক বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ কাইয়ুম আলী সর্দার জানান, দীর্ঘদিন ধরে কিছু ভাসমান ব্যবসায়ী মহাসড়কের দু’পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা করে আসছে। এতে মহাসড়কে যান চলাচলে যানজট সৃষ্টিসহ মহাসড়কে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল।
উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাঁচপুর হাইওয়ে থানার সীমানা এলাকা হতে অবৈধ দখলদার ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদ অভিযান করে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়াও মহাসড়কে নিষিদ্ধ যানবাহন যাতে চলাচল করতে না পারে সেই লক্ষ্যেও অভিযান অব্যাহত রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন