বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত


বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত





বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আলোচিত শাহ নেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
এই তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মারুফ হোসেন।





মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বন্দুকযুদ্ধে এএসপি শাহজাহানসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
এসময় নয়ন বন্ডের কাছ থেক উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, ৩টি দেশীয় অস্ত্র, কয়েক রাউন্ড গুলি।





অপরদিকে সোমবার সন্ধ্যায় ১১ নাম্বর আসামি অলি  ভিডিও ফুটেজে শনাক্ত তানভীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রিমান্ডে রয়েছেন নাজমুল হাসান, সাগর ও সাইমুন।





উল্লেখ্য গত ২৬শে জুন স্ত্রী আয়েশা আক্তার মিন্নিকে নিয়ে বরগুনা সরকারি কলেজ থেকে ফেরার পথে নয়ন বন্ড, রিফাত ফরাজীসহ আরও দুই যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত রিফাত শরীফকে স্ত্রী আয়েশা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত রিফাত শরিফকে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭