সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার(৯জুলাই)সোনারগাঁ উপজেলার সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন এর ফলে দুটি ইউনিয়নের ৩০টি গ্রামের প্রায় চার হাজার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভুমি)নাজমুল হুসাইন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় তিনি বলেন,সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকায় তিতাসের প্রধান লাইনের পাইপ হতে অবৈধ ভাবে সংযোগ নিয়ে বৈদ্যেরবাজার ও বারদী ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের মানুষ গ্যাস ব্যবহার করছিল।
এ এলাকায় অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে প্রায় চার হাজার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
অবৈধ সংযোগ বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবউশন কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী জাফরুল আলম, উপ-প্রকৌশলী মেজবা রহমান,সহকারী প্রকৌশলী তানভীর হাসান,সহকারী ব্যবস্থাপক সারোয়ার হোসেন প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন