রূপগঞ্জে এবার সন্তান দেখতে পেলো বাবা মার বিয়ে
শাকিল আহম্মেদ রূপগঞ্জ প্রতিনিধিঃ ইউএনও মহাদয়ের যুগান্তরকারী পদক্ষেপে নবজাতক পেলেন তার পিতৃপরিচয়। ছেলে(বর) মো:মোবারক গ্রাম: চারিতালুক ইউনিয়ন :ভোলাব । মেয়ে ( কনে ) মোসাৎ নদিরা -গ্রাম: চারিতালুক,ভোলাব ।অনেক দিনের প্রেমের সম্পর্ক কে কেন্দ্র করে ছেলে ও মেয়ের মাঝে গড়ে ওঠে অনৈতিক সম্পর্ক যার পরিনিত জন্ম নেয় ( আয়েশা খাতুন - ইউএনও মহাদয় কর্তৃক প্রদত্ত নাম ) । উল্লেখ্য এ নিয়ে দুই পরিবারের ও এলাকাবাসীর মধ্যে চরম বিরোধ দেখা যায় । আয়েশা জন্মের ৫ দিনে ও কোন সুরাহা হয় নি ।তার পর হাজির হয় ইউএনও অফিসে,এলাকবাসী,স্হানীয় জনপ্রতিনিধি,বর ও কনের দুজনেরই অভিভাবক,আলেম সমাজ কে নিয়ে আলোচনা করে বিয়ের ব্যবস্হা করেন ইউএনও মহাদয় । বিয়ের রেজি: ফি ,শাড়ি,বাচ্চার ডাক্তার খরচ,মিষ্টির বিতরন সহ সকল খরচ ইউএনও স্যার বহন করেন।
ছেলে প্রবাসী হওয়ায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বিয়ে হয় । আয়েশার দাদা আয়েশা কে ২ শতাংশ জমি লিখে দিবেন বলে ওয়াদা দেন ।
আসুন সবাই সচেতন হই ,সন্তানদের চলা ফিরার খোঁজ খবর রাখি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন