সন্তান দেখতে পেলো বাবা মার বিয়ে - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

সন্তান দেখতে পেলো বাবা মার বিয়ে


রূপগঞ্জে এবার সন্তান  দেখতে পেলো বাবা মার বিয়ে





শাকিল আহম্মেদ রূপগঞ্জ প্রতিনিধিঃ ইউএনও মহাদয়ের যুগান্তরকারী পদক্ষেপে নবজাতক পেলেন তার পিতৃপরিচয়। ছেলে(বর) মো:মোবারক গ্রাম: চারিতালুক   ইউনিয়ন :ভোলাব । মেয়ে ( কনে ) মোসাৎ নদিরা -গ্রাম: চারিতালুক,ভোলাব ।অনেক দিনের প্রেমের সম্পর্ক কে কেন্দ্র করে ছেলে ও মেয়ের মাঝে গড়ে ওঠে অনৈতিক সম্পর্ক যার পরিনিত জন্ম নেয় ( আয়েশা খাতুন - ইউএনও মহাদয় কর্তৃক প্রদত্ত নাম ) । উল্লেখ্য এ নিয়ে দুই পরিবারের ও এলাকাবাসীর মধ্যে চরম বিরোধ দেখা যায় । আয়েশা জন্মের ৫ দিনে ও কোন সুরাহা হয় নি ।তার পর হাজির হয় ইউএনও অফিসে,এলাকবাসী,স্হানীয় জনপ্রতিনিধি,বর ও কনের দুজনেরই অভিভাবক,আলেম সমাজ কে নিয়ে আলোচনা করে বিয়ের ব্যবস্হা করেন ইউএনও মহাদয় । বিয়ের রেজি: ফি ,শাড়ি,বাচ্চার ডাক্তার খরচ,মিষ্টির বিতরন সহ সকল খরচ ইউএনও স্যার বহন করেন।
ছেলে প্রবাসী হওয়ায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বিয়ে হয় । আয়েশার দাদা আয়েশা কে ২ শতাংশ জমি লিখে দিবেন বলে ওয়াদা দেন ।
আসুন সবাই সচেতন হই ,সন্তানদের চলা ফিরার খোঁজ খবর রাখি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭