সোনারগাঁয়ে স্কুল ভবনের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ।
সোমবার(২১জুলাই)দুপুরে পৌরসভার দত্তপাড়া সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কাজের শুভ উদ্বোধন করা হয়।
সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মাসুম বিল্লাহ, অভিভাবক সদস্য স্থানীয় কাউন্সিলর ফারুক আহাম্মেদ তপন, নাজমুল আহসান মানিক মিয়া, সিরাজুল ইসলাম, শহীদ সরকার,ডলি আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রমুখ্য।
এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন