সোনারগাঁয়ে মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ।
শনিবার(১৩জুলাই)দুপুরে জামপুর ইউনিয়নের কলতাপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় এ কাজের উদ্বোধন করা হয়।
কলতাপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃআব্দুল আউয়াল ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মাদ্রাসার পরিচালনা পরিষদের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সোনারগাঁ উপজেলা প্রকৌশলী আলী হায়দার খাঁন, সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রধান প্রমূখ।
এসময় ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন