সোনারগাঁয়ে পরিবহনে চাঁদাবাজি কালে ২ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব।
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পন্যবাহী ট্রাক ও অটোরিকশায় চাঁদাবাজি করার কালে মোঃদর্পন পাটোয়ারী(৩৮)ও মোঃআফসার উদ্দিন(৩৬) নামে ২ চাঁদাবাজকে ৯ হাজার ৭০০ টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ আটক করেছে র্যাব।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আমির হোসেন(৪০) ও মোঃখোকন(২৭)নামে আরো দুই চাঁদাবাজ পালিয়ে যায়।
গতকাল শনিবার(৬জুলাই)বিকালের দিকে উপজেলার গ্রান্ড ট্যাঙ্ক রোডের কাজী ফজলুল হক মহিলা কলেজের সামনের রাস্তায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি হচ্ছে এমন সাংবাদের ভিত্তিতে চাঁদাবাজদের
হাতেনাতে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১১এর নায়েব সুবেদার আব্দুল আজিজ আটককৃত ও পালিয়ে যাওয়া চাঁদাবাজদের বিরুদ্ধে রোববার(৭জুলাই)সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন