সোনারগাঁয়ে এইচএসসি পাসের হার ৬৪.৪১ ভাগ জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৪.৪১ ভাগ জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন। আলিম পরীক্ষায় পাসের হার ৯৪.১৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ০১ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান জানান, উপজেলায় এবছর ৯ টি কলেজ থেকে ২ হাজার ৩ শত ৫২ জন পরিক্ষার্থী এইচএসসি পরিক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৫ শত ১৫ জন কৃতকার্য হয়েছে অকৃতকার্য হয়েছে ৮ শত ৪৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এইচএসসিতে পাশের হার শতকরা ৬৪.৪২ জন। ৯টি কলেজের মধ্যে সবচেয়ে ভাল ফলাফল করেছে সিনহা স্কুল অ্যান্ড কলেজ। তাদের পাশের হার ৮০.১৬%। সবচেয়ে বেশী জিপিএ-৫ পেয়েছে সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স ইউনিভার্সিটি কলেজ। তাদের পাসের হার ৭০.২৪%। সবচেয়ে খারাপ ফলাফল করেছে বারদী স্কুল অ্যান্ড কলেজ ৪২.৮৬%।
এছাড়া অন্যান্য কলেজগুলোর ফলাফল হলো, সোনারগাঁ জিআর ইনষ্টিটিউশন পাসের হার ৭৯.২৮%। জিপিএ-৫ পেয়েছে ০১ জন। সোনারগাঁ আইডিয়াল কলেজ পাসের হার ৬৫.৪১%। হোসেনপুর এসপি ইউনিয়ন ডিগ্রি কলেজ ৬৩.৩৩%। মেঘনা শিল্পনগরী কলেজ ৬১.৪৮%। সোনারগাঁ সরকারী কলেজ ৫৭.৮২%। সোনারগাঁ নলেজ কিং কলেজ ৫৪.৮৮%।সোনারগাঁ বাহাউল হক টেকনিক্যাল ইনষ্টিটিশন থেকে এইচএসসিতে এ বছর শতভাগ পাস সহ ১৬ জন জিপিএ-৫ পেয়েছে।
অপরদিকে উপজেলার ৫টি মাদ্রাসায় মোট ১২০ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে। এদের মধ্যে ১১৩ জন কৃতকার্য হয়েছে বাকি ৭ জন অকৃতকার্য হয়েছে। পাসের হার শতকরা ৯৪.১৭%। জিপিএ-৫ পেয়েছে ০১ জন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন