সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক।
আজকের সংবাদ ডট কমঃ সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে নবীনগর এলাকা থেকে রোমান(৪০)কে ১৫ পিছ ইয়াবা, চৈতি কম্পোজিটের সামনে থেকে ২০ পিছ ইয়াবাসহ মাসুম (৩৪) কে,মোগরাপাড়া কাবিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আবু সাইদ (৩৪) কে ও রানা (২৫) কে ২৫ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃত মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
এব্যপারে সোনারগাঁ থানা পুলিশের ওসি(তদন্ত)হেলাল উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন