বন্দরে ডাঃএএফ হক অর্টিজম চাইল্ড মডেল একাডেমীর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন
সাজীদ হোসেন কিবরিয়াঃ বন্দর কলাবাগ ডাঃ এ এফ অর্টিজম চাইল্ড কেয়ার একাডেমীর উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগ সভাপতি ও বন্দর উপজেলার মাননীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃএএফ অর্টিজম চাইল্ড কেয়ার একাডেমীর পতিষ্ঠাতা নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুব শ্রমিক লীগের সভাপতি ইঞ্জিঃ এ কে এম ওবাইদুল হক ভি পি আরিফ।
প্রধান অতিথির বক্তব্য এ এম রশিদ বলেন প্রতিবন্ধীরা কোন বুঝা নয় তাদের বুঝা মনে করার কোন কারন নাই আমাদের সকলের সহযোগীতায় প্রতিবন্ধীরা ও গড়ে ওঠতে পারে সবার মতো একজন মানুষ এর মতো মানুষ,বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য যে সকল সুযোগ সুবিধা রেখেছেন তা বাস্তবায়ন করার জন্য সারাদেশে প্রতিবন্ধীদের জন্য শিক্ষা স্বাস্থ্য বাস স্থান সব সরকারি ভাবে তাদের জন্য ব্যবস্থা করেছেন,তাই ইঞ্জিঃওবায়দুল হক আরিফ এর মতো মহত উদ্যোগ নেয়ার জন্য আরিফকে ধন্যবাদ জানান তিনি আরো বলেন আরিফ যেন ডাঃএএফ হক অর্টিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমীকে আরো বড় করতে পারে সে জন্য যত সহযোগীতা প্রয়োজন তা আমি করবো এবং এই ডাঃএএফ হক অর্টিজম চাইন্ড কেয়ার মডেল একাডেমী বন্দরে নয় নারায়ণগঞ্জের মধ্যে সব থেকে বড় একাডেমী হিসাবে রুপান্তরীত হয় আমি সে ব্যাপারে সকল সহযোগীতা করবো।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ড কাউন্সিল সুলতান,দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও থানা প্রেসক্লাবের সভাপতি শিশু চালচিত্র নির্মাতা নাটকার অভিনেতা সাব্বির আহাম্মেদ সেন্টু,নারায়ণগঞ্জ সোজাসপটা পত্রিকার বন্দর প্রতিনিধি মোঃআরিফ শেখ,জয়যাত্রা টেলিভিশনের বন্দর উপজেলা প্রতিনিধি সাজীদ হোসেন কিবরিয়া,দৈনিক অগ্রবানী পত্রিকার বন্দর উপজেলা প্রতিনিধি শাহরিয়া হাসান ইমন,দৈনিক সবুজ পৃথিবীর পত্রিকার সম্পাদক আরিফ,ডাঃএএফ অর্টিজম কেয়ার একাডেমীর শিক্ষিকা মুক্তা বেগম,সেজদা আক্তার মীম,সুইটি আক্তার,সানজিদা, সংগীত শিক্ষিকা শিল্পী সাহা,নৃত্য শিক্ষিকা মুক্তা প্রমুখ। পরে অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতর করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন