সোনারগাঁয়ে কালাম এর উদ্যোগে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান কালামের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার(১৫আগস্ট)সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে দিবসের শুরুতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে অবস্থিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন,পৌরসভা এবং প্রত্যেকটি ওয়ার্ডের নেতা কর্মীদের নিয়ে মাহফুজুর রহমান কালাম বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরের সামনে বিশাল শোক সভা ও আলোচনা সভার আয়োজন করেন।
বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদনের পর লোক ও কারুশিল্প জাদুঘরের সামনে শোক সভার অনুষ্ঠানে এলাকার গরীব দূঃখীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম।
এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন স্পটে এবং এতিমখানা ও মসজিদে মসজিদে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান কালামের উদ্যোগে বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন