ফারিহা নিট টেক্সটাইলের আয়োজনে ডেঙ্গু জ্বর আতঙ্ক নিয়ে সচেতনতায় মতবিনিময় সভা।
মোঃ নুর নবী জনিঃ ফারিহা নিট টেক্সটাইল লিমিটেড এর আয়োজনে চলমান ডেঙ্গু জ্বর আতঙ্ক নিয়ে গার্মেন্ট শ্রমিকদের সাথে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা আয়োজন করা হয় ।
সোমবার (৫আগষ্ট)বিকেলে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,প্রতিষ্ঠানটির পরিচালক মামুন ভুঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসীম উদ্দিন বলেন, আমাদের সচেতন হতে হবে সর্বক্ষেত্রে। সচেতনতাই পারে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত দিতে পারে।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকদের আরও সচেতন হতে হবে। একই সাথে মালিকদের খোঁজ রাখতে হবে যাতে শ্রমিকদের এডিস মশা না কামড়ায়। পাশাপাশি শ্রমিকরা যেখানে বসবাস করেন তার আশেপাশেও পরিষ্কার রাখতে হবে। বাড়ির আশেপাশে পরিষ্কার ও পানি জমতে না দিলে আতঙ্কের কোন কারণ নেই।
সভায় ফারিয়া নিট টেক্সটাইলের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন