সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
আজকের সংবাদ ডেস্কঃউপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৬আগষ্ট ) উপজেলা পরিষদের হলরুমে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় জঙ্গিবাদ,সন্ত্রাস,ছিনতাই,চাঁদাবাজ মুক্ত রাখা, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক বন্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ,মোগরাপাড়া চৌরাস্তাকে যানজট মুক্ত করাসহ বিভিন্ন জনসচেতনতা সৃষ্টির সিদ্ধান্তে আলোচনা করা হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা সুলতানা হক, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস, ইউ ডি এফ শাহানারা আচঁল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নাজমা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এন এম ইয়াছিনুল হাবীব, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সোনারগাঁয়ের ডি জি এম মোহাম্মদ জোনাব আলী, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হা-মীম সিকদার শিপলু, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার আব্দুর রউফ, সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন