সোনারগাঁয়ের বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১শে আগষ্ট) বাদ যোহর সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি ঈদগাহ মাঠে গার্ড অব অনার প্রদান শেষে তার জানাযা সম্পন্ন হয়৷
পরে স্থানীয় ইমানেরকান্দি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) নাজমুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ও সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র সহ সভাপতি চন্দন শীল, নারায়ণগঞ্জ যুব আইনজীবী সমিতির সভাপতি এড. ফজলে রাব্বি, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য ও সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মাছুম,মোগড়াপারা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সনমান্দি ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসাক মোল্লা,সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল মাহমুদ, নারায়ণগন্জ কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতি রথিন চন্দ্র,সোনারগাঁ উপজেলা খেলাঘর এর সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান,একাত্তর ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ,সাধারণ সম্পাদক গোলজার হোসেন ভুইয়া,সাংবাদিক মোঃ নুর নবী জনি, সাংবাদিক হাবীবুর রহমান,স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ ব্রেনস্ট্রোক করে শনিবার (৩১ আগষ্ট) রাত ৩টায় রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর৷ তিনি আদমজী জুট মিলের সাবেক শ্রমিক নেতা ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন