সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল কুমার সাহা
আজকের সংবাদ ডেস্কঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল কুমার সাহা আকস্মিক সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এসে সন্তুষ্টি ও ভূয়সী প্রশংসা করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা সুলতানা হক জানান,মঙ্গলবার(১৩ আগষ্ট) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব বাবুল কুমার সাহা বেলা বারোটার দিকে আকস্মিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সেবার মান সন্তোষজনক বলে মন্তব্য করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে স্বাস্থ্য সচিবের সাথে ছিলেন,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন