ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ সোহাগ রনি।
নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলাসহ সর্বস্থরের জনগণকে পবিত্র ঈদুল আযহা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগন্জ জেলার ছাত্রলীগের সাবেক সভাপতি ও সোনারগাঁ উপজেলার কৃতি সন্তান আলহাজ্ব মোঃ সোহাগ রনি।
শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা।
সোহাগ রনি বলেন,ঈদ শান্তি,সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন, অর্থনৈতিক বৈষম্য দূর করে মানুষের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে। ঈদ হল খুশী আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল। তিনি সবার আনন্দ ও কল্যাণ কামনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন