ডিবি পুলিশের অভিযানে ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার।
ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(১০ আগষ্ট) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া এলাকায় মোগরাপাড়া থেকে নবীগঞ্জগামী সড়কের পাশে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ রুবেল (২৮),মোঃবাছেত(৩২),মোঃসাইফুল(২০),ইমরান(৩০) ও মোঃরমজান(৩৫)কে গ্রেফতার করা হয়।
১০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় তাদের কাছ থেকে,যার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলা ডিবি পুলিশের এস আই মিজানুর রহমান বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, মাদক বিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে