র্যাবের হাতে সোনারগাঁয়ের শীর্ষ মাদক ব্যবসায়ী নুর হোসেন গ্রেফতার।
আজকের সংবাদ ডট কমঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী নুর হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার(২৪শে আগষ্ট)সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক এলাকা হতে মাদক বিরোধী অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী নুর হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বন্দর থানার ওসি(তদন্ত)আজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১র একটি অভিযানিক দল শনিবার দুপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে কাইকারটেক এলাকা থেকে নুর হোসেন(৪০)কে ২৫০ পিছ ইয়াবাসহ আটক করে বন্দর থানায় সোপার্দ করেন। গ্রেফতারকৃত মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক ব্যবসায়ি নুর হোসেন সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের নাল-আলাবদী গ্রামের মৃতঃদুদু মিয়ার ছেলে। এলাকাবাসি সুত্রে জানাযায়,নুর হোসেন দীর্ঘ দিন ধরে প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন