সোনারগাঁয়ে সেলাই ও ব্লক বাটিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ।
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ” প্রকল্পের আওতায় সেলাই ও ব্লক বাটিক ১০দিন মেয়াদী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৪আগষ্ট) বিকাল ৩টায় উপজেলা সম্মেলন কনফারেন্স হলে উপজেলা সমবায়ের উদ্বেগে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী ১০ জন উদ্যোক্তার মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যন্যাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, ইউডিএফ শাহানারা আচঁল,সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা,উপজেলা সমবায় অফিসার আনিসা খাতুন, ইন্সেক্টের নাসরিন জাহান পপি,সহকারী প্রোগ্রামার আই সিটি ফাতেমাতুজ জান্নাত, সহকারী প্রোগ্রামার ইউ আই টি আর সিই রাশিদা বেগমসহ অন্যান্যা কর্মকর্তা বৃন্দ।
এসময় বক্তারা বলেন,সুবিধা বঞ্চিত মহিলারা সেলাই ও ব্লক বাটি এ প্রশিক্ষণ গ্রহন করবেন,প্রশিক্ষণার্থীদের নিয়ে প্রশাসনের পক্ষ থেকেও নারী উদ্যোক্তাদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন