উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আইরিন আক্তারের নেতিৃত্বে ঘিওর উপজেলায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পালন
আজকের সংবাদ ডেস্কঃ নিজ আঙিনা পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক, মানিকগঞ্জ মহোদয়ের নির্দেশনায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার(৬আগষ্ট) সমন্বিত ক্রাশ প্রোগ্রাম হিসেবে ঘিওর উপজেলা ও বাংলাদেশ স্কাউটের সহযোগিতায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
ঘিওর উপজেলা পরিষদ হতে শুরু করে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স,উপজেলা ভূমি অফিস,ঘিওর ইউনিয়ন ভূমি অফিস,ঘিওর বাজার, ঘিওর বাসস্ট্যান্ড, ঘিওর থানা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানে সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
সেই সাথে সর্বস্তরের জনগণকে চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আইরিন আক্তার, ঘিওর উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইশতিয়াক আহমেদ শামীম,সহকারী কমিশনার (ভূমি) ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন