সোনারগাঁয়ে ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদানের বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ৫ আগস্ট, ২০১৯

সোনারগাঁয়ে ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদানের বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


সোনারগাঁয়ে ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদানের বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত ভাতাভোগীদের ডিজিটাল উপায়ে ভাতা প্রদানের নিমিত্তে এ টু আই প্রোগ্রাম,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদানের বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।





রোববার(৪আগষ্ট)সমাজসেবা অধিদফতরের আয়োজনে সোনারগাঁ বারদী ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।





উক্ত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাকিবা সুলতানা।





অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।
অন্যন্যাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক,পৌর মহিলা কাউন্সিলর জায়েদা আক্তার মনি,





অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজসেবা অধিদপ্তরসহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সকল ভাতা ডিজিটাল উপায়ে সরাসরি ভাতাভোগীর হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।এখন থেকে ভাতা গ্রহণে আপনাদের আর কষ্ট করতে হবে না।





ভাতা ঘরে ঘরে পৌছে যাবে,ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদান করা হলে আপনাদের টাকা নিরাপদে থাকবে এবং প্রয়োজন ও সময় মতো ভাতা উত্তোলন করতে পারবেন। তাছাড়া ভাতা একাউন্টে আসা মাত্রই আপনারা যারা ভাতাভুগী আছেন আপনাদের মোবাইলে মেসেজের মাধ্যমে জানতে পারবেন। এই ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকে গিয়ে লাইন ধরে দাড়ানোর ভোগান্তি থেকে আপনাদের রেহাই দিবে। তিনি সকল ভাতাভোগীদের সময়মতো তথ্য দিয়ে ডিজিটাল পদ্ধতিতে ভাতা গ্রহণের আহবান জানান।





এসময় ভাতাভোগীরা  সমাজসেবা অধিদফতরের এই উদ্যোগকে স্বাগত জানান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭