স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যর অভিযোগ
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়ার আলীসারদী গ্রামে পাষণ্ড স্বামী নয়নের অমানসিক নির্যাতনে প্রাণ হারালো সুমাইয়া আক্তার বর্ষা(২৩)। সোমবার ১৯/০৮/১৯ইং তারিখে দিবাগত রাতে আলীসারদী এলাকায় এ ঘটনা ঘটে। সুত্র মতে, ৬ বছর পূর্বে বন্দর উপজেলা, কলাগাছিয়া ইউনিয়নের, আলীসারদী এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে নয়নের সাথে একই এলাকার মঞ্জু ভূইয়ার মেয়ে, সুমাইয়া আক্তার বর্ষার পারিবারিক ভাবে বিয়ে হয়। মেয়ের সুখের কথা চিন্তা করে বর্ষার বাবা নয়ন কে নগদ ১৫ লক্ষ টাকা যৌতুক এবং বিভিন্ন আসবাবপত্র ও কয়েক ভরি স্বর্ণালংকার দেন। কিন্তু যৌতুকলোভী নয়ন এতেও খুশী হতে পারেনি,তাই নয়ন প্রায় সময়ই যৌতুকের জন্য বর্ষাকে বেধরক মারপিট করত। এই নিয়ে সোমবার রাতে নয়ন ও বর্ষার সাথে কথার কাটাকাটি ও বাকবিতন্ডা ঘটে। একপর্যায়ে পাষন্ড নয়ন তার প্রতি চড়াও হয়ে বেধরক মারপিট করতে থাকে৷ এতে বর্ষা জ্ঞান হারিয়ে ফেলে। অবস্থার বেগতিক দেখে এলাকার লোকজন বর্ষাকে স্থানীয় ফার্মেসীতে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে৷ এ ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে। সাথে সাথে বন্দর থানা পুলিশ প্রধাণ আসামী নয়ন কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন