সোনারগাঁয়ের সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি খোকা।
আজকের সংবাদ ডেস্কঃ প্রতি বছরের ন্যায় এবার ঈদেও সোনারগাঁয়ের সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত খোকা।
সোমবার(১২আগস্ট)উপজেলা পিরোজপুর ইউনিয়ন এর তাহেরপুর ঈদগা মাঠে তিনি ঈদুল আযহার নামাজ আদায় করেন।
এ সময় তিনি পিরোজপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ছোট ছোট ছেলে মেয়েদের মাঝে ঈদ সালামি প্রদান করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া,উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বার বৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন