নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
আজকের সংবাদ ডেস্কঃ“পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ রাখি মশার বিস্তার ॥ নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”এ স্লোগানকে সামনে রেখে সোমবার(৫আগষ্ট)সকাল ১০টায় সোনারগাঁ উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক হাবিবুর রহমানের তত্ত্বাবধানে এসময় মাদরাসা ও এর আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন করা হয় এবং ডেঙ্গুর কবল থেকে দেশবাসীকে নিরাপদ রাখতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।এসময় শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিস্কার রাখার শপথ নেন।
সোনারগাঁ উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবু নাইম ইকবাল জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে সোমবার সোনারগাঁ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। জেলার অন্যান্য উপজেলাতেও এ কর্মসূচী পালিত হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন