সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪


সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪





আজকের সংবাদ ডেস্কঃনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার(২৫ আগস্ট)উপজেলার সনমান্দী ইউনিয়নের টেমদি এলাকায়।





আহতরা হলেন,উপজেলার সনমান্দী ইউনিয়নের টেমদি এলাকার মৃত হারেস প্রধানের ছেলে জাকির হোসেন(৪২),একই এলাকার মৃত মোছলেমের ছেলে মাছুম(৩৫),আবদুল মোতালেবের ছেলে আলমগীর (৩২),আলমগীরের স্ত্রী রুবিনা আক্তার।





আহতদের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত জাকির হোসেনের বড় ভাই হারুন মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন।





সোনারগাঁ হাসপাতালে চিকিৎসাধীন জাকির হোসেন জানান,তার বড় ভাই ইসাকের সাথে লেমদি এলাকার রতন গংদের সাথে পূর্ব শত্রুতা ও জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা আদালতে দুইটি  মামলাও বিচারাধীন।তারই জের ধরে রতন গ্রুপ শুক্রবার বেলা ১০টার দিকে অতর্কিতভাবে বাড়িতে হামলা করে।মারাত্মকভাবে আহত জাকির হোসেনের বড় ভাই হারুন জানায়,শুক্রবার সকালে মতিন,লায়েছ,মনির, আলম,দিলবার,আল আমিন, মাসুদ,মামুন,তহছিন,ছগির,সফিকুল ইসলাম,জুয়েল, হায়দারের নেতৃত্বে ৮/১০ জন দুর্বৃত্ত আতর্কিত তাদের বাড়িতে হামলা চালিয়ে নারীসহ চারজনকে পিটিয়ে জখম করে।তিনি আরও জানান,আহত আলমগীরের ২টি গরু ছিনতাই করে নিয়ে গেছে রতন গ্রুপের লোকজন।





সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন,উপজেলার সনমান্দী ইউনিয়নের টেমদি এলাকায় মারামারি ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি  তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭